বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার।
১৯৮০ সালের ৩০ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংগঠন প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এছাড়া শনিবার ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে ভোরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে সব জেলা, মহানগর ও উপজেলায় কৃষক দলের কার্যালয়গুলোতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।