×

খেলা

ধোনির পাশে রোহিত শর্মা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৭ পিএম

বয়স হয়েছে। তবু বিদায় না নিয়ে শুধু শুধু তরুনদের সুযোগ পাওয়া থেকে বঞ্চিত করছেন মহেন্দ্র সিংহ ধোনি। ক’দিন আগেই ভি ভি এস লক্ষন, অজিত আগারকার সহ সাবেক কিছু তারকা ধোনির ভারতীয় দলে জায়গা আকড়ে থাকা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এক রকম ধুয়ে দিয়েছিলেন ধোনির সমালোচকদের। দিন দুয়েক আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলে দিয়েছেন, ধোনি এখনো ২৬ বছর বয়সীদের মতো ফিট। এবার ধোনি পাশে পেলেন রোহিত শর্মাকেও। কোহলির অবর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া এই ওপেনার বলছেন, ধোনির সমালোচনা শোনে অনেকটাই অবাক হয়েছেন তিনি। মঙ্গলবার মুম্বাইয়ে ছিল বিরাট কোহলি ও আনুশকা শর্মার দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও ভারতীয় ক্রিকেটের বড় বড় তারকারা। সেই অনুষ্ঠানেই ইন্ডিয়া টুডে টিভিকে ধোনির সমালোনা নিয়ে নিজের বিস্ময়ের কথা প্রকাশ করেন রোহিত। ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিক বলেন, ‘এ ধরনের প্রশ্ন উঠায় আমি সত্যিই বিস্মিত। আপনি যদি সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকান, আমি কিছুতেই বুঝে পাইনা লোকজন কি কারণে এমন প্রশ্ন তোলে।’ ২০১৯ বিশ্বকাপের কথা ভেবে অনেকেই বুড়ো ধোনিকে নিয়ে প্রশ্ন তোলেন। ৩৬ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়কের বয়স তখন ৩৮ এর কোটায় পড়বে। তাই এখন থেকেই তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে মত অনেকের। কিন্তু রোহিত শর্মা এমন যুক্তিকে উড়িয়েই দিলেন, ‘এটা (বিশ্বকাপ) এখনো অনেক দূরের বিষয়। বর্তমান নিয়েই আমাদের সব ভাবনা। সে ৬ নম্বরে ব্যাট করে থাকে। টপ অর্ডারের মতো কখনোই সে অনেক বেশি বল খেলতে পারে না।’ সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে ধোনি খেলেছেন রোহিতের নেতৃত্বে। রোহিত সবদিক থেকে পূর্ন মার্কস দিচ্ছে ধোনিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App