×

পুরনো খবর

দুধ পেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৭, ০১:৫৯ পিএম

আমরা বিভিন্ন অনুষ্ঠান, পার্বণ বা বাড়িতে অতিথি এলে মিষ্টি জাতীয় বিভিন্ন আইটেম তৈরি করে থাকি। সেরকমই একটি স্পেশাল আইটেম দুধ পেরা। চলুন কীভাবে বানাবেন জেনে নিই- উপকরণ কনডেন্সড মিল্ক ২০০ গ্রাম গুঁড়ো দুধ ১/২ কাপ ঘি অথবা বাটার ১/২ চামচ স্যাফ্রন অল্প (চাইলে নাও দিতে পারেন) এক চিমটি জায়ফল গুঁড়ো ছোট এলাচ গুঁড়ো ১টি প্রণালি প্রথমে কনডেন্সড মিল্ক, গুঁড়ো দুধ, ঘি একটি ওভেন প্রুফ কাচের বাটিতে ভালো করে মিশিয়ে নিন। ১ মিনিট ওভেনের ভেতর রেখে বের করে নিন। এর সঙ্গে ছোট এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, স্যাফ্রন মিশিয়ে ১ মিনিট ওভেনে দিন। বের করে আরো একটু নেড়ে নিয়ে আবার ওভেনে দিন। যদি দেখেন মিশ্রণটি তরল হয়ে আছে তাহলে আরো একবার ৩০ সেকেন্ডের জন্য ওভেনে দিন। মিশ্রণটি যখন একটু শক্ত হয়ে আসবে তখন বের করে নিতে হবে। হাতের তালুতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে পাকিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে একটা কৌটায় করে ফ্রিজে রাখুন। খেয়াল রাখবেন যেন বাতাস ঢুকতে না পারে। গ্যাসে তৈরি করলে ১৪ থেকে ১৫ মিনিট রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App