×

চিত্র বিচিত্র

মহাকাশে এক সপ্তাহের ভ্রমণ খরচ ৩২০ কোটি!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৭, ০৬:১০ পিএম

এক সপ্তাহের ভ্রমণ খরচ পড়বে ৪০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২০ কোটি টাকা। হ্যা ঠিকই শুনেছেন, তবে এই ভ্রমণ হবে মহাকাশের বিলাসবহুল হোটেলে।

সবকিছু ঠিকঠাক ভাবে এগোলে আগামী পাঁচ বছরের মধ্যেই মহাকাশে মাথা তুলবে প্রথম বিলাসবহুল হোটেল। না, আকাশকুসুম কল্পনা নয়। কয়েক বছর আগে থেকেই রাশিয়ায় এর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর ওই হোটেলে ঘুরতে গিয়ে আপনাকে এক সপ্তাহের ভ্রমণে মাথা পিছু ব্যয় করতে হবে ৪০ মিলিয়ন ডলার।

পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ যোগ হবে 'লাক্সারি অরবিটাল স্যুট'। যেখানে 'পোর্টহোল'-সহ থাকবে একাধিক প্রাইভেট কেবিন। কেবিনে বসে এই পোর্টহোল দিয়ে দেখা যাবে পৃথিবী। মহাকাশে হেঁটেচলে বেড়ানোরও ব্যবস্থা থাকবে। এতে জিম, ওয়াই ফাইসহ নানা ব্যবস্থা থাকবে।

পর্যটক-পিছু হোটেলে থাকার খরচ পড়বে ৪০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২৫০ কোটি টাকারও বেশি।চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ সংক্রান্ত পরিকল্পনা আরও একবার পর্যালোচনা করতে বসেছে রাশিয়ান মহাকাশ এজেন্সি 'রসকসমস'।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App