×

বিনোদন

মানব পাচারের অভিযোগে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ০৫:১৭ পিএম

মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। রোববার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইপোর পুত্রা কোর্ট কন্ডোমিনিয়ামের একটি এপার্টমেন্ট থেকে ১৫ জন বাংলাদেশিসহ তাকে আটক করা হয় বলে খবর পাওয়া গেছে। মালয়েশিয়াতে এভাবে বাংলাদেশিদের গ্রেফতারের ঘটনা নৈমিত্তিক। কোনো কারণ ছাড়াই সেখানে বাংলাদেশিদের আটক করে হয়রানি করা হয়। তবে নির্মাতা অনন্য ‍মামুনের আটকের বিষয়টি দায়িত্বশীল কোনো সূত্র নিশ্চিত করেনি। যদিও অনন্য মামুনের একাধিক সফরসঙ্গী জানিয়েছেন, জালান ইপো’র যে অ্যাপার্টমেন্টে অনন্য মামুনের থাকার কথা সেখানে তিনি নেই। রোববারের পর থেকে তার সঙ্গে কেউ ফোনে যোগাযোগও করতে পারছেন না। গত শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ কনভেনশন সেন্টারে সিনেমাটিক বাংলাদেশি নাইটস নামক এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যান অনন্য মামুন। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদেরও একটি দল ওই অনুষ্ঠানে যায়। এ দলে ছিলেন চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী আসিফ আকবর, চিত্রনায়িকা আইরিন, মিস্টি জান্নাত, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা প্রমুখ। অভিনেতা আমান রেজা ফেসবুক মেসেঞ্জারে বলেন, , আমরা শিল্পীরা নিরাপদ আছি। খবর পেয়েছি অনন্য মামুন গ্রেফতার হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App