×

জাতীয়

জঙ্গিবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে : ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭ পিএম

দেশে জঙ্গিবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ার করেছেন ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া । সোমবার সকালে তেজগাঁও গির্জা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন । ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে সরকার সব সময় জিরো টলারেন্স। বড়দিন একটি ধর্মীয় উৎসব। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ নেই। কেউ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। কমিশনার আরও বলেন- ধর্ম যার যার উৎসব সবার। রাষ্ট্রের দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। আমরা নিরাপত্তা দিচ্ছি। এছাড়া নিরাপত্তার জন্য রাজধানীর সকল গির্জায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।সকাল থেকে গির্জায় প্রবেশ করার সময় তল্লাশি করা হচ্ছে। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি গির্জায় অবস্থান নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App