×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ঝড়, ভূমিধস-বন্যায় নিহত ২০০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ১১:১৭ এএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়ের পর ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো বহু মানুষ নিখোঁজ রয়েছে। খবর বিবিসির। বিবিসির খবরে বলা হয়, দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে শুক্রবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। ফিলিপাইনের আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের পর ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত অন্তত ২০০ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে বেশ কিছু স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরি কাজে নিয়োজিত কর্মী এবং সেনারা দুর্ঘটনা কবলিত এলাকায় ছুটে গেছেন। তারা হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App