×

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় কবলিত ফিলিপাইনে অগ্নিকাণ্ড, নিহত ৩৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ১০:৪০ এএম

ঘূর্ণিঝড় কবলিত ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও নগরীতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে বিপণী বিতানটির তৃতীয় তলায় আগুন লাগে। পরে তা ওপরের তলায়ও ছড়িয়ে পড়লে সেখানে থাকা একটি কল সেন্টারের কর্মীরা আটকা পড়ে। খবর- বিবিসির। টানা কয়েক ঘণ্টা চেষ্টার পরও আগুন নেভাতে ব্যর্থ হয় দমকল বাহিনীর কর্মীরা। ঘূর্ণিঝড় কবলিত দাভাওয়ের একজন পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেছেন, তিনি রবিবার সকালেও ওই ভবন থেকে ধোঁয়া উড়তে দেখেছেন। তিনি বলেন, তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। ওই তলায় কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিক সামগ্রী রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এ কারণেই আগুন নেভাতে সময় লাগছে। ক্যানয় বলেন, কল সেন্টারের কর্মীরা হয়তো তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের বিষয়টি খেয়াল করেনি। ওই কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকত। এদিকে স্থানীয় একজন কর্মকর্তাকে উদ্ধৃত গণমাধ্যমটি জানিয়েছে, ঘটনার শিকার ব্যক্তিদের বাঁচার সম্ভাবনা ‘শূন্য’। ওই ঘটনার পর সেখানে ছুটে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারেরে সঙ্গে কথা বলেছেন। তাৎক্ষণিকভাবে ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App