×

ফিচার

ফিরে দেখা ২০১৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৭, ০২:৫৮ পিএম

জন্ম, মৃত্যু, বিয়ে- প্রকৃতির অবিচ্ছেদ্য এই নিয়মগুলোর সঙ্গে যোগ হয়েছিল বিচ্ছেদ। চলতি বছর শোবিজের অনেক জনপ্রিয় তারকার সংসার ভেঙেছে। অনেকের বিচ্ছেদ চ‚ড়ান্ত না হলেও ঝুলে আছে আনুষ্ঠানিকতার অপেক্ষায়। অনেক তারকা বিয়ে করেছেন। পেতেছেন নতুন সংসার। দেখেছেন সন্তানের মুখ। কেউ আবার চলে গেছেন না ফেরার দেশে। বছরজুড়ে আলোচিত এমন কিছু ঘটনা চলুন ফিরে দেখি এই আয়োজনে। লিখেছেন স্বাক্ষর শওকত
 

জন্ম

২৪ মে প্রথমবারের মতো বাবা হন চিত্রনায়ক নিরব। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিরবের স্ত্রী তাশফিয়া ঋদ্ধি মেয়ে সন্তানের জন্ম দেন সে দিন। নিরব তার মেয়ের নাম রেখেছেন সুহাইমা হোসেন যুওয়াইনাহ। ২২ আগস্ট অভিনেত্রী রিচি সোলাইমানের কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে এক মেয়ে সন্তান। ২১ আগস্ট সোমবার স্থানীয় সময় দুপুর ২:৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে প্রেসবেটিরিয়ান হসপিটালে রিচির অস্ত্রোপচার করা হয়। রিচির মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক। দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন ঢালিউডের আলোচিত নায়ক-নায়িকা দম্পতি অনন্ত ও বর্ষা। গত ২৩ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বর্ষার অস্ত্রোপচার করা হয়। সেখানে এক ছেলে সন্তানের জন্ম দেন বর্ষা। ছেলের নাম রেখেছেন আবরার ইবনে জলিল। এই দম্পতির প্রথম ছেলে আজিজ ইবনে জলিলের বয়স এখন ৩ বছর। ৮ নভেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার সুবাং জয়া মেডিকেল সেন্টারে উপস্থাপিকা-মডেল শ্রাবণ্য তৌহিদা ছেলে সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয়েছে সারহান আবিয়ান খান শুদ্ধ। ২০১৪ সালে ভালোবেসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির খানের সঙ্গে ঘর বাঁধেন শ্রাবণ্য। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন এক সময়ের অভিনেত্রী হাসিন রওশন। ৩ ডিসেম্বর সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হাসিনের কোল আলো করে জন্ম নিয়েছে এক ছেলে সন্তান। হাসিন এ সন্তানের নাম রেখেছেন উযায়ের মাইন।

মৃত্যু

নায়করাজ রাজ্জাক ২১ আগস্ট কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাঁচবার তিনি জাতীয় সম্মাননা পান। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন। বারী সিদ্দিকী বাংলা লোকগানের শিল্পী বারী সিদ্দিকীর ২৪ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর। গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে বারী সিদ্দিকীকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। আব্দুল জব্বার ৩০ আগস্ট সকাল ৯টা ২৭ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিতে ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার দেন বাংলাদেশ সরকার। রাহিজা খানম ঝুনু একুশে পদকপ্রাপ্ত শিল্পী নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু মারা যান ২৫ নভেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি একাডেমির অধ্যক্ষ ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমির ফেলো হিসেবে সম্মানিত হন তিনি। মিজু আহমেদ ২৭ মার্চ চলে যান মিজু আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ট্রেনযোগে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিমানবন্দর স্টেশনের কাছে ট্রেনেই হৃদরোগে আক্রান্ত হন। ৮০০-এর অধিক ছবিতে অভিনয় করেছেন। ত্রাস ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ইবনে মিজান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও প্রযোজক ইবনে মিজান নেই। ষাটের দশকের রুপালি পর্দার সাড়া জাগানো এই পরিচালক ২৮ মার্চ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার করোনা শহরে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। রাতিন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন ১৮ জুলাই মারা যান। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভোগেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। লাকী আখান্দ ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’-এর মতো জনপ্রিয় সব গান উপহার দিয়ে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী লাকী আখান্দ ২১ এপ্রিল চলে গেলেন না ফেরার দেশে। সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই শিল্পীর মৃত্যু হয়। পি এ কাজল চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল ২৫ মে মারা যান। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন কাজল। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ‘এক টাকার বউ’ এবং ‘আমার প্রাণের স্বামী’ তার ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে অন্যতম।

বিয়ে

বেনজির ২৯ সেপ্টেম্বর হঠাৎ করেই বিয়ে করেন মডেল উপস্থাপিকা বেনজির ইশরাত। রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে বিয়ে করছেন তিনি। পাত্রের নাম নাজমুল হাসান তারেক, থাকেন লন্ডনে। পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। ময়ূরী চিত্রনায়িকা ময়ূরী আবারো বিয়ে করেছেন। চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তৃতীয়বারের মতো বিয়ে করেন এই নায়িকা। স্বামীর নাম মোহাম্মদ জুয়েল আহমেদ। যিনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক। হৃদয় খান সঙ্গীতশিল্পী হৃদয় খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন গত ১০ সেপ্টেম্বর। পাত্রী হুমায়রা, যিনি মালয়েশিয়ায় লেখাপড়া করেছেন। গোপনে বিয়ে করলেও এ বিয়েতে হৃদয় খান ও হুমায়রার পারিবারিক সম্মতি ছিল। এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগে পূর্ণিমা আকতারকে বিয়ে করেছিলেন হৃদয়। সেই সংসার ভেঙে গেলে মডেল অভিনেত্রী সুজানাকে বিয়ে করেন। ৮ মাস পর সুজানাকে তালাক দেন হৃদয়। নিশা ২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবেই নিশার বিয়ে হয়। বরের নাম সৈয়দ নাঈম আহমেদ, যিনি পেশায় একটি করপোরেট সেলস বিভাগের কর্মকর্তা। জানুয়ারি মাসে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

বিচ্ছেদ

শাকিব-অপু ২৮ নভেম্বর অপু বিশ্বাসের কাছে ডিভোর্স নোটিস পাঠান শাকিব খান। শাকিব খান তার ডিভোর্স নোটিসে অপুকে অবাধ্য স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন। আগামী ৯০ দিনের মধ্যে যদি তাদের মত পরিবর্তন না হয় তাহলে ডিভোর্স কার্যকর হয়ে যাবে। হাবিব বছরের শুরুতেই হাবিবের সংসার ভাঙনের খবর। দ্বিতীয় স্ত্রী রেহানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে গেল হাবিবের গত ২৬ জানুয়ারি। দুই পরিবারের সমঝোতায় ডিভোর্স হয়েছে বলে জানিয়েছিলেন হাবিব। শিল্পী জীবনের প্রথমে ২০০৩ সালে লুবিয়ানা নামের এক নারীর সঙ্গে প্রেম করে প্রথম বিয়ে করেন হাবিব ওয়াহিদ। কিছুদিন পর সেই সংসার ভেঙে যায়। ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক সিদ্ধান্তে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। এই সংসারে হাবিবের আলিম ওয়াহিদ নামে এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে সিঙ্গেলই রয়েছেন হাবিব। তাহসান-মিথিলা ২০ জুলাই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসান আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। দুজন যৌথভাবে এ স্ট্যাটাসটি দিয়েছেন। সেখানে তাহসান-মিথিলা বলেন, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। গত কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম। আমরা জানি আমাদের এ সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। নোভা নোভা আহমেদ ভালোবেসেই বিয়ে করেছিলেন রায়হান খানকে। ২০১১ সালের ১১ নভেম্বর বিয়ে করেছিলেন তারা। ২০১৩ সালের ২৮ জুলাই তাদের ঘরে জন্ম নেয় রাফাজ রায়হান। ৬ বছর সংসার করার পর গত ২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজী অফিসে তারা পরস্পরকে ডিভোর্স দেন। তা প্রকাশ হয় গত ৮ অক্টোবর। স্পর্শিয়া অর্চিতা স্পর্শিয়া তার স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শখ-নিলয় চলতি বছরের ৭ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমকে মধুর পরিণতি দিতে বিয়ে করেন নিলয়-শখ। পারিবারিক আয়োজনের বিয়েতে তাদের দেনমোহর নির্ধারিত ছিল ১০ লাখ টাকা। আপাতত আলাদাই থাকছেন নিলয় ও শখ। দেনমোহরের ঝামেলায় আটকে আছে ডিভোর্সের সিদ্ধান্ত। বাঁধন বাঁধনের স্বামী মাশরুর সিদ্দিকী সনেট ২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ হয়েছে তাদের। বাঁধন নিজেই ঢাকা সিটি করপোরেশনের সালিশি পরিষদে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। আবেদনটি করেছিলেন ২০১৪ সালের আগস্টের ১০ তারিখ। বিচ্ছেদ চাওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ৯০ দিন পার হয়ে গেলেও দুপক্ষের কেউই আপস মীমাংসার জন্য হাজির হননি এবং কোনো আবেদন করেননি। স্বাভাবিক নিয়মেই বিচ্ছেদটি গৃহীত হয় ২৬ নভেম্বর। প্রসূন আজাদ ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ ২০১৬ সালের ফেব্রæয়ারিতে গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের খবর প্রকাশের আগেই প্রকাশ হলো তার ডিভোর্সের খবর। আগামী বছরের ফেব্রæয়ারিতে সেই বিয়ের ডিভোর্স কার্যকর হতে যাচ্ছে। ২০১৬ সালের ১৯ ফেব্রæয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে তার বিয়ে হয়। বর অস্ট্রেলিয়া প্রবাসী মোহাইমিন সান। দেশের বাড়ি ময়মনসিংহ। সম্পর্কে তারা কাজিন। অনেকদিন প্রেম করেছেন। আর বিয়েটা করেছেন পরিবারকে না জানিয়ে, কারো সম্মতি না নিয়ে। মিলা গত ১২ মে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল মিলা ও পারভেজের। মিলার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় মিলার স্বামী পারভেজ সানজারিকে গ্রেপ্তার করে উত্তরার পশ্চিম থানা পুলিশ। মিলা বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। সানজারিকে গ্রেপ্তারের পর আদালতে চালান করে দেয়া হয়। পারভেজ সানজারি বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সে বৈমানিক হিসেবে কর্মরত। এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর ফাইটার পাইলট হিসেবে কাজ করেছেন পারভেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App