×

জাতীয়

কোচিং বাণিজ্য বন্ধ করে মানসম্মত শিক্ষা প্রদান করুন: ডেপুটি স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৭, ১০:০২ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, কোচিং বাণিজ্য বন্ধ করে মানসম্মত শিক্ষা প্রদান করুন। শিক্ষামন্ত্রী যখন প্রশ্ন ফাঁসের জন্য শিক্ষকদের দায়ী করে বক্তব্য দেন তখন সত্যিই লজ্জা হয়। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারা যেন নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে রাখেন।

শনিবার দুপুরে হাতিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এএম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আয়েশা ফেরদৌস, পৌর মেয়র একেএম ইউছুপ আলী, ডা. বদরুল আমিন, অধ্যাপক মো. ওয়ালী উল্ল্যাহ, আতিকুল ইসলাম, আশিকুল ইসলাম, ফজলে এলাহি শাহিন, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাছান, সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App