×

তথ্যপ্রযুক্তি

সনির আনছে বেজেলবিহীন ফোন এক্সপেরিয়া এক্সজেড২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০৪:০২ পিএম

এবার বেজেলবিহীন স্মার্টফোন আনতে যাচ্ছে সনি। সদ্য ফাঁস হওয়া এক ছবিতে প্রায় বেজেলবিহীন একটি ফোনের দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে, ফোনটির মডেল সনি এক্সপেরিয়া এক্সজেড২।ফোনের চারটি কোণ বেশ চোখা। এই ডিজাইনটির সঙ্গে অন্যান্য এক্সপেরিয়া ফোনের মিল রয়েছে। তবে উপরের ক্যামেরা ও ইয়ারপিসের অংশ ছাড়া বাকি তিন দিকে কোনো বেজেল নেই। ছবিতে ডান পাশে ক্যামেরা শাটার বাটনের অস্তিত্বও পাওয়া গেছে।বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৪ থেকে ৬ গিগাবাইট র‌্যাম, ৬৪ অথবা ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকার কথা রয়েছে। তবে ডুয়াল ক্যামেরা থাকছে কিনা তা জানা যায়নি। কারণ সনি এখনো পর্যন্ত ডুয়াল ক্যামেরা প্রযুক্তিতে কোনো আগ্রহ দেখায়নি।বিগত বছরে পুরাতন ডিজাইন ও প্রসেসর ব্যবহারের ফলে সনি প্রচুর ক্রেতা হারিয়েছে। বেজেলবিহীন ডিজাইনের ফলে ক্রেতাদের মাঝে নতুন করে তারা আগ্রহ সৃষ্টি করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App