×

তথ্যপ্রযুক্তি

ক্যালিফোর্নিয়ায় কোয়ালকম-এর স্বচালিত গাড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০৪:২৫ পিএম

স্বচালিত গাড়ির বাজারে প্রবেশ করতে যাচ্ছে কোয়ালকম। ক্যালিফোর্নিয়ার প্রচলিত রাস্তায় তাদের গাড়ি পরীক্ষার অনুমোদন পেয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। সাধারণত এ ধরনের গাড়িগুলো জনশূন্য ট্রাকে পরীক্ষা করা হয়। ১২ ডিসেম্বর একটি যান ও তিনজন চালক নিয়ে পরীক্ষা চালানোর জন্য কোয়ালকম-কে অনুমোদন দেয় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস-- খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র। এক সাক্ষাৎকারে কোয়ালকম-এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফর অটোমোটিভ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নাকুল দুগগাল বলেন, “আমরা অবশ্যই স্বয়ংক্রিয় খাতের একটি মূল প্রতিষ্ঠান হওয়ার প্রত্যাশা করছি।” পুরোপুরি স্বচালিত গাড়ি বানাচ্ছে না চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। গাড়ির জন্য স্বচালিত প্রযুক্তি তৈরি করছে তারা। চলতি বছরের সেপ্টেম্বরে ৯১৫০ সি-ভি২এক্স চিপসেট উন্মোচন করে কোয়ালকম। অন্যান্য গাড়ি ও ট্রাফিক বাতির মতো কাঠামোগুলোর সঙ্গে যোগাযোগ করবে এই চিপ। নিরাপত্তা বাড়াতে এই প্রযুক্তি স্বয়ংক্রিয় গাড়িতে ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে। ইতোমধ্যেই এই প্রযুক্তির ফোর্ড গাড়ি স্যান ডিয়েগো কাউন্টিতে পরীক্ষা শুরু করেছে কোয়ালকম। মিশিগান, চীন, জার্মানি, ইতালি ও জাপানেও একই ধরনের পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন দুগগাল। আগের বছরই ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমোদন পেয়েছে এনভিডিয়া। আর চলতি বছরের শুরুতে অঙ্গরাজ্যটিতে পরীক্ষা চালানোর অনুমোদন দেওয়া হয়েছে স্যামসাং-কে। ইতোমধ্যে স্বচালিত গাড়ি প্রযুক্তির উন্নয়নে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছে আরেক চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল। কিন্তু এখনও ক্যালিফোর্নিয়ার অনুমোদন পায়নি তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App