×

পুরনো খবর

মেডিয়েশন সোসাইটির বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Icon

স্টাফ রির্পোটার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৭, ০৬:৫৪ পিএম

 বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে তিনি এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ২০০১ সালে প্রণীত সালিশী আইন সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেন। একইসঙ্গে আনর্সাটেল মডেল ‘ল (টঘঈওজঞঊখ গঙউঊখ খঅড) সম্পর্কে প্রাথমিক ধারণা উপস্থাপন করেন। আরবিট্রেশন ও মেডিয়েশন সম্পর্কিত ট্রেনিংটি ব্যক্তি জীবন, পেশাগত দক্ষতা উন্নয়ন ও সুশৃংখল বিচার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি। মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সার্টিফায়েড মেডিয়েটর(আইআইএএম) অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন মেডিয়েশন সোসাইটির সদস্য সচিব অ্যাডভোকেট মো: আনিছুর রহমান খান।

‘ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন’ শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন চাটার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটর্স (ইউকে)’র কোর্স ডিরেক্টর মি: ইনবাভিজান, চাটার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটর্স ইউকের প্রশিক্ষক আনান্থ ম্যারাথিয়া ও আন্তর্জাতিক মেডিয়েটর কে এস শর্মা। ৩০ জন ডেলিগেট এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App