×

খেলা

বার্সার বিরুদ্ধে ফিফায় অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৭, ০৪:৩৮ পিএম

অ্যান্তনিও গ্রিজম্যানকে নিজেদের শিবিরে ভেরাতে মরিয়া হয়ে উঠেছে বার্সা কর্তৃপক্ষ। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ফরাসি এই তারকার পরিবারের সঙ্গে দেখাও করেছেন কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। এতে বেজায় চটেছে গ্রিজম্যানের বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে ক্লাবটি। এ বিষয়ে ফিফার এক মুখপাত্র বলেন, ‘অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে আমরা বার্সার বিপক্ষে একটি অভিযোগপত্র পেয়েছি।’ স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ গ্রিজম্যান। তবে, চলতি মৌসুমে লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না অ্যাটলেটিকোর। এর ফলে আগের যে কোনো সময়ের চেয়ে গ্রিজম্যানকে দরকার ক্লাবটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App