×

খেলা

চিলিতে হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবেন রোনালদো

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৭, ০৯:১৬ পিএম

চিলির রাজধানী সান্টিয়াগোতে একটি শিশু হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে অর্থায়ন করবেন ইতালির নামকরা ব্যবসায়ী আলেসান্দ্রো পোর্তো। ২০২০ নাগাদ এই হাসপাতালের কার্যক্রম শেষ করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতি মাসে সাড়ে চার লক্ষ ইউরো আয় করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বিশ্বের সেরা উপার্জনকারী ফুটবলার। দাতব্য কাজের জন্য তার বেশ সুনাম রয়েছে। রোনালদো এবং আলেসান্দ্রো শুধু একটি হাসপাতালই নির্মাণ করবেন না। দক্ষিণ আমেরিকায় তাদের আরও কয়েকটি হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

পর্তুগীজ এই ফুটবলার সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের দূত। তিনি নিয়মিতই এই তিন প্রতিষ্ঠানে অর্থ দিয়ে থাকেন। দশ বছর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর মা ডলোরোস অ্যাভেইরো। কিন্তু তিনি চিকিৎসার মাধ্যমে সেরে উঠেছিলেন। যে হাসপাতালে রোনালদোর মায়ের চিকিৎসা হয়েছিল সেই হাসপাতালে এক লক্ষ বিশ হাজার ইউরো দান করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App