রাজধানীতে বিএনপির সন্দেহভাজন ৩০ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে তারা নাশকতার জন্য জড়ো হয়েছিলেন বলে অভিযোগ পুলিশের।
বুধবার দুপুরে তাদের আটক করা হয়। তবে তাদের সবাই বিএনপির নেতাকর্মী কি না তা এখনো নিশ্চিত নয় পুলিশ। তাদের যাচাই-বাছাই চলছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, বুধবার এই থানার আওতাধীন হাইকোর্ট, মাজারগেটসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে ১২ জনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। আজ দুপুরে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।