সেলফি একটি মানসিক রোগ

আগের সংবাদ

ফেইস প্যাক তৈরির সহজ উপায়

পরের সংবাদ

পীরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন ইউপি মেম্বার

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৭ , ৪:২৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৭ , ৪:২৩ অপরাহ্ণ

রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউপির এক মেম্বার পাশের ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছেন। এটি ওই ইউপি মেম্বারের দ্বিতীয় বিয়ে।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ইউএনও, থানা পুলিশের ওসি ও ইউনিয়ন পরিষদ (ইপি) চেয়ারম্যানকে বলেও ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠেকানো গেল না।

স্থানীয়রা জানায়, শানেরহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য পাহাড়পুর গ্রামের মধু মণ্ডল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিশা মনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।

সোমবার রাতে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ বিয়ে হয়। শাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী রফিকুল ইসলামের মেয়ে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক (অব.) নুরুল আমিন রাজাসহ এলাকাবাসী বিয়েটি বন্ধের জন্য ইউএনও, ওসি এবং শানেরহাট ইউপি চেয়ারম্যানকে রোববার রাত ১০টা পর্যন্ত একাধিকবার বিষয়টি জানান।

বিষয়টি জানানোর পর বিয়েটা হয়েছে। এ ব্যাপারে দুপ্রক সভাপতি নুরুল আমিন রাজা অভিযোগ করে বলেন, আমি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি। আমার বিদ্যালয়ের ওই ছাত্রীর বিয়ে বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করলেও তারা শুধু দেখছি, দেখছি বলে সময়ক্ষেপণ করেছে। কোনো কাজ করেনি তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়