রাতে মাঠে নামছে নেইমারের পিএসজি

আগের সংবাদ

সিরিয়ায় বিমান হামলায় ১৯ জন নিহত

পরের সংবাদ

নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন শুরু ৭ জানুয়ারি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৭ , ৬:৩৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৭ , ৬:৩৬ অপরাহ্ণ

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ৭ জানুয়ারি। এটি হবে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন।

সংসদ সচিবালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। ৭ জানুয়ারি রোববার বিকাল ৪টায় ২০১৮ সালের প্রথম ও দশম সংসদের ১৯ তম অধিবেশন শুরু হবে।

বছরের প্রথম আধিবেশন শুরুর দিনই সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা চলবে এ অধিবেশনে।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ বৈঠকে অংশ নেবেন।

কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে তার পরবর্তী অধিবেশন শুরুর পরই শোক প্রস্তাব গ্রহণ করে মুলতবি হয়।

গত বছর গাইবান্ধার সংসদ সদস্য নুরুল ইসলাম লিটন মারা যাওয়ায় শোক প্রস্তাব গ্রহণের পর কিছু সময় মুলতবি করে পরে ভাষণ দেন রাষ্ট্রপতি।

এবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়