‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেছেন জয়া আহসান। পাশাপাশি সেরা সিনেমার স্বীকৃতিও পেয়েছে। মঙ্গলবার বিকেলে মুম্বাইয়ে এ পুরস্কার দেওয়া হয়। বৈশাখে মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’। মুক্তির আগেই জিতে নিয়েছিল আঞ্চলিক ভাষা বিভাগে সেরা সিনেমার জাতীয় পুরস্কার।
‘বিসর্জন’-এর জন্য আগেও পুরস্কার পেয়েছিলেন জয়া। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এ সেরা অভিনেত্রীর সমালোচক পুরস্কার পান তিনি। পরের মাসেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭-এ পুরস্কার জেতেন।
শুধু জয়াই নয়, এসব আসরে বিভিন্ন বিভাগে পুরস্কার জেতে ‘বিসর্জন’।
‘বিসর্জন’ চলতি বছরে কলকাতায় নির্মিত অন্যতম বাণিজ্যসফল চলচ্চিত্র। পাশাপাশি কুড়িয়েছে সমালোচকদের প্রশংসা। এই বিচারে স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ বছরের নায়িকা তালিকায় এক নম্বর অবস্থানে আছেন জয়া।
খুব বেছে বেছে সিনেমায় কাজ করেন জয়া। এ বছর তাকে আরো দেখা গেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খাঁচা’ ও কলকাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভালোবাসার শহর’-এ। দুটোই প্রশংসিত হয়েছে।
নতুন বছরের ৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে জয়া অভিনীত ‘পুত্র’ ও পরের সপ্তাহে কলকাতায় মুক্তি পাবে ‘আমি জয় চ্যাটার্জি’।
জয়া বাংলাদেশের ‘চোরাবালি’, ‘গেরিলা’ ও ‘জিরো ডিগ্রি’র জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।