সিরিয়ায় বিমান হামলায় ১৯ জন নিহত

আগের সংবাদ

ডিগ্রি পাস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

পরের সংবাদ

কলকাতায় ৩০তম ট্রেড ফেয়ারের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৭ , ৬:৪৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৭ , ৬:৪৩ অপরাহ্ণ

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য ৩০তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের (আইআইটিএফ) উদ্বোধন করবেন। আগামী শুক্রবার থেকে কলকাতার পার্ক সার্কাসে এ ফেয়ার শুরু হচ্ছে। অনুষ্ঠানে অংশ নিতে শিল্পমন্ত্রী বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা।

১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীন শিল্প ও বণিক সংগঠন দ্যা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এ মেলার আয়োজন করে আসছে। ১৯৮৭ সাল থেকে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হয়।

এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, মিশর, তুরস্ক, ভিয়েতনাম, ঘানা, সিঙ্গাপুর, হংকং ও দুবাইয়ের উদ্যোক্তারা অংশ নেবে। এতে হস্ত ও কুটিরশিল্প, মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৭ শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করছে। তারা নিজেদের উৎপাদিত পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবেন। পাশাপাশি এতে অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্যিক আলোচনায় অংশ নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়