×

অর্থনীতি

শেয়ারবাজারে যমুনা অয়েল কোম্পানির লেনদেন বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ০২:৩৩ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আজ মঙ্গলবার নির্ধারিত থাকায় এ দিন শেয়ারবাজারে বন্ধ থাকবে এ শেয়ারের লেনদেন। সূত্র মতে, রেকর্ড ডেটের পর দিন থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬৬ টাকা ৯৮ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১৭ টাকা ৭৪ পয়সা ও ১৪৩ টাকা ৪৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীর সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হবে। এদিকে সোমবার কোম্পানির শেয়ার দর দশমিক শূন্য পাঁচ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২০০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৯৯ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারদর ১৭৮ টাকা ৯০ পয়সা থেকে ২২৭ টাকার মধ্যে হাতবদল হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে পাঁচ টাকা ২২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ছয় টাকা ৪৩ পয়সা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App