×

খেলা

মেসির হাতে জোড়া অ্যাওয়ার্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ১১:৪৯ এএম

বার্সেলোনা তারকা লিওনেল মেসি জোড়া অ্যাওয়ার্ড জয় করলেন। সোমবার রাতে বার্সেলোনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেসির হাতে পিচিচি এবং ডি স্টেফানো অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। গত মৌসুমের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি পান কিং লিও। অন্যদিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ভোটে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মেসির হাতে ওঠে ডি স্টেফানো অ্যাওয়ার্ড। কয়েকদিন আগেই ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড জেতেন মেসি। এরপর হাতে এলো জোড়া পুরস্কার। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। যদিও লস ব্লাঙ্কোসদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। শনিবারের এল ক্লাসিকোকে রিয়ালকে হারাতে পারলে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বার্সা। জোড়া অ্যাওয়ার্ড জয়ের পর উচ্ছ্বসিত মেসি বলেছেন, ‘আমি এর আগে কয়েকটি এই পুরস্কার জিতেছি। এর আগের ট্রফিগুলো ছিল বেশ বড় এবং ভারি। আবার এটি জিততে পেরে আমি আনন্দিত এবং এই স্বীকৃতির জন্য মার্কাকে ধন্যবাদ দিতে চাই।’ রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিততে পারলে সেটি শিরোপা জয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে বলে মনে করেন মেসি, ‘এটি জিততে পারা হবে বেশ গুরুত্বপূ্র্ণ। এটি সব সময়ই স্পেশাল ম্যাচ। রিয়াল মাদ্রিদ, তাদের স্টেডিয়াম...এমন ম্যাচে জয় পাওয়াটা সব সময়ই বাড়তি সুবিধা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App