‘আমাজন অভিযান’-এর পর ভেঙ্কটেশ ফিল্মসের এক বড় বাজেটের ছবিতে নায়ক ও নায়িকা হিসেবে দেখা যাবে অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে। সে জন্য শুধু শরীরচর্চাই নয়, শহর থেকে দূরে গিয়ে মুম্বইয়ে নিজেদের অন্যরকমভাবে খুঁজে নিচ্ছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
দু’জনের ডায়েট চার্টে এসেছে আমূল পরিবর্তন। অঙ্কুশের সিক্স প্যাক অ্যাবসের প্রস্তুতি যে শেষ, তা এই ছবি দেখলেই বুঝতে পারবেন সকলে।
আগামী বছর এপ্রিল মাস থেকে শুরু হবে শ্যুটিং। ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবির নাম এখনও স্থির হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।