গুজরাটে নীতিগত পরাজয় হয়েছে বিজেপির : মমতা

আগের সংবাদ

এক হারে এত লজ্জার রেকর্ড ইংল্যান্ডের!

পরের সংবাদ

কঙ্গনার ‘মেন্টাল’ অনুরোধ রাখবেন কি সালমান!

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৭ , ১০:৩১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৭ , ১০:৩১ অপরাহ্ণ

‘মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি’ নামক ছবিটির নাম বদলাতে চাইলে বলিউডের সুলতান হিসেবে খ্যাত সালমান খানের কাছে আসতে হবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতকে।

জানা গেছে, ওই ছবির গল্পের সঙ্গে ‘মেন্টাল’ নামটি সঙ্গতিপূর্ণ। কিন্তু এ নাম রাখতে চাইলে বলিউড অভিনেতা সালমান খানের অনুমতির প্রয়োজন। কেননা এ নামটি সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের নামে নিবন্ধিত। নামটি কয়েক বছর আগে নিবন্ধন করা হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, ‘নামটি পাওয়ার জন্য এ সিনেমার পরিচালক সালমান খানের টিমের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। কঙ্গনাকে এ বিষয়ে সালমান খানের সঙ্গে কথা বলতে বলেছেন তারা।

এর আগে ‘সুলতান’ সিনেমায় কঙ্গনাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন সালমান খান। কিন্তু কঙ্গনা তখন সিনেমাটিতে অভিনয় করতে আপত্তি জানান। তাই বলিপাড়ায় প্রশ্ন উঠেছে, কঙ্গনা কি সালমানের দরজায় কড়া নাড়বেন? নাড়লেও সালমান কি মেন্টাল নিয়ে তার অনুরোধ রাখবেন?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়