নেপালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হুইল চেয়ার ক্রিকেট ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক নেপালসহ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে ভারত ও বাংলাদেশ।
শনিবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়েছে শক্তিশালী ভারতকে। ৬ উইকেটে জয় পেয়েছে মহসিনের দল।
ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে । জবাবে ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। অধিনায়ক অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। এছাড়া মিঠু ও উজ্জ্বলের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৫ ও ১৮ রান।
এর আগে বোলিংয়ে মোর্শেদ দ্যুতি ছড়ান। একাই ৪ উইকেট নেন মোর্শেদ। এছাড়া রিপনের পকেটে ২টি ও রাজন ১টি উইকেট নেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।