×

পুরনো খবর

শিরোপা জিততে মরিয়া ফেভারিট বাংলাদেশ

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৭, ১০:২৪ পিএম

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা। প্রথম আসরের শিরোপা জয়ই একমাত্র লক্ষ্য স্বাগতিকদের। দেশের মাটিতে শিরোপাটা চাই-ই চাই লাল-সবুজের প্রতিনিধিদের। শনিবার সংবাদ সম্মেলনে সে কথা জানান অধিনায়ক মারিয়া মান্ডা। তিনি বলেন, আমরা অনেক দিন ধরেই টুর্নামেন্টটার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। বিজয় দিবসে বিজয়ের শপথ মারিয়ার। লাজুক মারিয়াও প্রাণচঞ্চল। ২০১৬ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের সেরা হওয়ার পথে নেপালকে গোলে ভাসিয়ে দিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক মান্ডা জানালেন, ওই ম্যাচের আত্মবিশ্বাস সাফ মিশনে কাজে লাগবে তাদের। [caption id="attachment_21496" align="aligncenter" width="1500"] নেপালের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত লাল-সবুজের প্রতিনিধিরা[/caption] নিজেদের মাঠে খেলা। এ সুযোগ কাজে লাগাতে সর্বশক্তি নিয়ে আমরা খেলতে নামব। জয়ের চেষ্টা করব। তাজিকিস্তানে আমরা নেপালকে ৯-০ গোলে হারিয়েছিলাম। এখানেও প্রথম ম্যাচ তাদের সঙ্গে। আমরা কোনো চাপ অনুভব করছি না। প্রস্তুতি ম্যাচ খেলার ঘাটতি থাকলেও তিন মাসের প্রস্তুতি নিয়ে আগেই সন্তুষ্টির কথা জানান কোচ গোলাম রব্বানী ছোটন। শনিবার সকালেও দুই ঘণ্টা ধরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে কোচ অবশ্য পেছনের ম্যাচের সাফল্য মনে রাখতে চাইছেন না। নেপালের বিপক্ষে তার শিষ্যরা যুদ্ধ জয়ের মানসিকতা নিয়ে নামবে বলে জানান। তাজিকিস্তানে আমরা ভারতকে ৩-১ ও ৪-০ গোলে হারিয়েছিলাম। নেপালকেও বড় ব্যবধানে হারিয়েছিলাম। ফিফায় মেয়েদের র‌্যাঙ্কিংয়ে ১০০ তে ওঠাও ভালো খবর কিন্তু আমরা এখন আর ওগুলো মনে রাখছি না। মাঠের খেলার দিকেই দৃষ্টি দিচ্ছি। মাঠের বাইরের আন্তরিকতা আর মাঠের খেলা এক নয়। মাঠের খেলা মানে যুদ্ধ। তো যুদ্ধ জয়ের জন্য আমরা সবকিছুই করব। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে জেতার এবং চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। [caption id="attachment_21497" align="aligncenter" width="4608"] ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে শনিবার বিকেলে অনুশীলনে  ভারতের মেয়েরা[/caption] নেপাল কোচ গঙ্গা গুরং অবশ্য বাংলাদেশকে শক্তিশালী মানলেও আগেই হার মানছেন না। আমরা জিততে চাই এবং নিজেদের প্রমাণ করতে চাই। বাংলাদেশ ভালো এবং এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল কিন্তু আমরাও প্রথম ম্যাচে তাদের বিপক্ষে সেরা ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী। নেপাল কোচ গঙ্গা গুরংয়ের দৃষ্টিতে বাংলাদেশ ‘সবচেয়ে শক্তিশালী’। ভুটান কোচ সুন জি লির চোখে বাংলাদেশ ‘তাদের চেয়ে এগিয়ে। আগের দুই হারের অভিজ্ঞতা থেকে ভারত কোচ ময়মল রকি এক বাক্যে বলে দিলেন বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ভালো করছে। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর আগে তিন দলের দৃষ্টিতে ‘ফেভারিট’ গোলাম রব্বানী ছোটনের দল। গত বছর তাজিকিস্তানের হওয়া এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে  বাংলাদেশের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে ভারত। ফাইনালেও বাংলাদেশ সেরা হয়েছিল ভারতকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে। ওই দুই হারের প্রসঙ্গ টেনে ভারত কোচ রকি বলেন, বাংলাদেশের উন্নতির কথা। বাংলাদেশ ভালো দল। শেষবার তাদের কাছে আমরা হেরেছি। তবে এখানে আসা সব দলই সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ভালো করছে। আশা করি, এবারের ফাইনালেও আমরা তাদের মুখোমুখি হব। আমরা কলকাতায় ২৫ দিন ধরে প্রস্তু নিয়ে এই টুর্নামেন্টে এসেছি। সব দলই ভালো, তাদের শ্রদ্ধা করি। ম্যাচ বাই ম্যাচ ভাবছি এবং প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ম্যাচের দিকে দৃষ্টি দিচ্ছি আমরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App