×

আন্তর্জাতিক

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন সোনিয়া গান্ধী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৪৬ পিএম

সোনিয়া গান্ধী শনিবারের পর আর ভারতের সর্বপ্রাচীন দল ন্যাশনাল কংগ্রেসের সভাপতি পদে থাকছেন না। ছেলে রাহুলকে দলের দায়িত্ব বুঝিয়ে দেয়ার পর তিনি কী করবেন, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। শুক্রবার তিনি সেই প্রশ্নের জবাব দিয়েছেন। সোনিয়া গান্ধী আভাস দিয়েছেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিতে যাচ্ছেন। তবে কবে নাগাদ তিনি অবসরে যাবেন, তা বিস্তারিত বলেননি। তিনি কেবল বলেছেন, রাজনীতিতে আমার ভূমিকা এখন অবসরের দিকে। কংগ্রেস নেতা রনদীপ সিং সুর্জেওয়ালা বিষয়টি পরিষ্কার করে টুইটারে একটি পোস্ট দেন। রনদীপ বলেন, সোনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতির পদ থেকে অবসর নিয়েছেন, রাজনীতি থেকে না। গত সোমবারে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন রাহুল গান্ধী। উনিশ বছর দায়িত্ব পালনের পর সোনিয়া এবার তা সাতচল্লিশ বছর বয়সী ছেলের কাঁধে দলের দায়িত্ব তুলে দিচ্ছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদ বলেন, রাহুল গান্ধীর কাছ থেকে পুরো জাতির বিপুল প্রত্যাশা। সভাপতি হওয়ার আগের চেয়ে এখন তার দায়িত্বও অনেক। তিনি নিজের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবগত। গত সপ্তাহে ৭১ বছর বয়সে পা দেয়া সোনিয়া ১৯৯৮ সাল থেকে কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৩১ বছর পুরনো দলটির সবচেয়ে দীর্ঘমেয়াদী সভাপতি ছিলেন তিনি। কয়েক বছর আগে টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে সোনিয়া বলেন, বই পড়ে ও পরিবারকে সময় দিয়ে আমি অবসর জীবন কাটাতে চাই। নেহেরু-গান্ধী পরিবারের ষষ্ঠ কংগ্রেস সভাপতি হলেন রাহুল। এক কঠিন সময়ে রাহুলকে দলের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। নির্বাচনে একের পর এক পরাজয়ের ধারা থেকে যেমন তার দলকে উঠিয়ে আনতে হবে, তেমনি তাকে এই দলে বড় ধরনের সংস্কার আনতে হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App