×

খেলা

বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৭, ১০:১০ পিএম

বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৮৮-৬২ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধে বাংলাদেশ নৌবাহিনী ৪৩-৩১ পয়েন্টে এগিয়েছিল। বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ স্কোরার সোয়েব-৪০, মিঠুন-২২, রাশেদ-০৮ ও ইব্রাহীম-০৭ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ স্কোরার ওয়াদুদ-১১, আমানত-১০, আতাউর-৯ ও আরিফ-৯ পয়েন্ট স্কোর করে। [caption id="attachment_21488" align="aligncenter" width="4381"] রার্নাসআপ বাংলাদেশ সেনাবাহিনী[/caption] বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ ও কোষাধ্যক্ষ  ওয়াসিফ আলী উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন। এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মোস্তফা জাভেদ মহিউদ্দিন, মিডিয়া কমিটির সদস্যসচিব বাবু রঞ্জিত চন্দ্র দাস, সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তারাসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। বাংলাদেশ নৌবাহিনী দল : রাশেদ, মিজান, সামসুজ্জামান, লুৎফর, মিঠুন, আমির হোসেন, মেহেদী, অলিভার,মাসুদ রানা, জামিল, ইব্রাহীম ও মাহমুদুল হাসান। বাংলাদেশ সেনাবাহিনী দল : আমানত আলী, সফিয়ার রহমান, আতাউর রহমান, আ. ওয়াদুদ,আ. রহিম, আলমগীর কবীর, আরিফ, সফিউল ইসলাম, মিজানুর রহমান, ইলিয়াস হোসেন, আসাদ্জ্জুামান নুর ও সালাহউদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App