×

তথ্যপ্রযুক্তি

প্রিয় স্মার্টফোন থাকুক অ্যাপসের বোঝা মুক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৭, ০৩:৫৯ পিএম

বর্তমানে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে পড়েছে স্মার্টফোন। হিসাব কষা থেকে শুরু করে ঘুম থেকে উঠার জন্য অ্যালার্ম, সময় দেখা, গান শোনা, মুভি দেখা, সময় কাটানোর জন্য গেম খেলা, ইন্টারনেটের যাবতীয় কাজ এখন প্রিয় স্মার্টফোনের মাধ্যমেই সারতে পারে। একেকটি কাজের জন্য আলাদা আলাদা অ্যাপ প্রয়োজন।  এভাবে একসময় আপনার প্রিয় স্মার্টফোনটি বিভিন্ন অ্যাপস এ ভরে গেল। এতে করে স্মার্টফোন অনেক ভারি হয়ে যায় এবং স্মার্টফোনটি স্লো হয়ে যায়, দ্রুত চার্জও ফুরিয়ে যায়। অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনার মনে হচ্ছে  সব অ্যাপসই প্রয়োজনীয়। আপনি কী করবেন? প্রথমেই চেক করে নিতে হবে স্মার্টফোনে কতগুলো অ্যাপ ডাউনলোড করা হয়েছে। সেটিংস>জেনারেল>অ্যাবাউটে গিয়ে অ্যাপলিকেশনে গিয়ে দেখে নিতে পারেন। গুগল প্লে স্টোরের প্লে স্টোর সেকশনে গিয়েও চেক করতে পারেন। এবার লিস্ট ভালো করে যাচাই করে নিন আপনার কোন কোন অ্যাপটি দরকারি। অনেক সময় আমরা অজান্তেই অপ্রয়োজনীয় অনেক অ্যাপ রেখে দেই। তাই যেসব অ্যাপ অপ্রয়োজনীয়, সেগুলো আনইন্সটল করে ফেলুন। দ্বৈত অ্যাপগুলো ডিলিট করে দিন। যেমন- ৩/৪টা ডিকশনারি, আবহাওয়া সংক্রান্ত অ্যাপ। দরকারি একটি ডিকশনারি রেখে বাকিগুলো ডিলিট করে দেওয়ায় ভালো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App