×

খেলা

সাকিবের কেরালা হারিয়েছে বেঙ্গল টাইগার্সকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:০৭ এএম

শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট টি-টেন লিগের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার। আর উদ্বোধনী ম্যাচে গ্রুপ-এ এর দুই দল কেরালা কিংস ও বেঙ্গল টাইগার্স মুখোমুখি হয়। ম্যাচটি জিতে শুভ সূচনাই করেছে সাকিব আল হাসানের দল কেরালা। টস জিতে তারা ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গল টাইগার্সকে। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে টাইগার্স। জবাবে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় কেরালা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল টাইগার্স দলে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না পাওয়ায় তিনি খেলছেন না এই টুর্নামেন্টে। বিপিএলে দারুণ পারফর্ম করা দুই ক্যারিবিয় আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস ভালো সূচনা এনে দেন টাইগার্সকে। দুজন মিলে ৭.১ ওভারের উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৬ রান। চার্লস ২৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন। এরপর ডেভিড মিলারের ৯ বলে ঝড়ো ১৭ রানের ইনিংসে তারা ৮৬ রানে পৌঁছে। চার্লস ৩২ রানে অপরাজিত থাকেন। সাকিব একটিমাত্র ওভার করেছেন। চার ডট বলে মাত্র ৫ রান দিয়েছেন তিনি সে ওভারে। বাঁহাতি পেসার রিয়াজ ১১ রান খরচায় ১ উইকেট পান। টি-টুয়েন্টি আগ্রাসনের যুগে ১০ ওভারে ৮৭ রানের লক্ষ্য খুব বেশি না। কেরালা ব্যাটিংয়ে নামলে ওপেনার শ্যাডউইক ওয়ালটন রানের খাতা খোলার আগেই ফিরে যান। দলীয় সংগ্রহ তখন ১ রান। এরপর আরেক ওপেনার পল স্টার্লিং ঝড় তোলেন ব্যাট হাতে। ২৭ বলে ১০ চার ও ৩ ছয়ে তিনি ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। টুর্নামেন্টের প্রথম ফিফটি করেছেন স্টার্লিং। সাথে অধিনায়ক এওইন মরগান ও কাইরন পোলার্ডের দুটি ১১ রানের ইনিংসে ৮ ওভারেই ৯০ রান করে লক্ষ্য পেরিয়ে যায় কেরালা। সাকিব ব্যাট করার সুযোগ পাননি এ ম্যাচে। আফগান যুবা স্পিনার মুজিব জাদরান ১৫ রানে ১ উইকেট পান। আইরিশ ব্যাটসম্যান স্টার্লিং ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। দারুণ ফিল্ডিংয়ের জন্য সাকিব পান সেরা ফিল্ডারের পুরস্কার। সংক্ষিপ্ত স্কোর- বেঙ্গল টাইগার্স : ৮৬/১ (১০ ওভার) (ফ্লেচার ৩২*, চার্লস ৩৩, মিলার ১৭*; সোহেল ০/২১, রিয়াজ ১/১১, প্লানকেট ০/২২, এমরিত ০/১৮, পোলার্ড ০/৯, সাকিব ০/৫)। কেরালা কিংস : ৯০/২ (১০ ওভার) (ওয়ালটন ০, স্টার্লিং ৬৬*, মরগান ১১, পোলার্ড ১১*; ইয়ামিন ১/৪, ল্যাঙ ০/৩৬, নাভিদ ০/২৪, জাদরান ১/১৫, জহির ০/১১)। ফলাফল : কেরালা কিংস ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : পল স্টার্লিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App