×

খেলা

নেইমারকে ছাড়াই পিএসজির ৪-২ গোলে জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:৫১ পিএম

গত ২ ডিসেম্বর ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ৮০০ মিলিয়ন ইউরোর পিএসজিকে হারিয়ে দিয়েছিল মাত্র ৫ মিলিয়ন ইউরোর দল স্ট্রাসবার্গ। সেটাই এখনো পর্যন্ত মৌসুমে পিএসজির প্রথম হার। পুঁচকে স্ট্রাসবার্গের কাছে হারটা দৈত্য পিএসজির জন্য মর্যাদার আঘাতই ছিল। তবে ঠিক ১২ দিন পরই ২-১ গোলের সেই হারের প্রতিশোধের জ্বালা জুড়াল পিএসজি। বুধবার রাতে সেই স্ট্রাসবার্গকে নেইমারকে ছাড়াই পিএসজি হারিয়েছে ৪-২ গোলে। বুধবার রাতের এই জয়টা অবশ্য লিগে নয়, ফ্রেঞ্চ লিগ কাপে। এই টুর্নামেন্টে সর্বশেষ ৪ বারই শিরোপা জিতেছে পিএসজি। বুধবারের জয়ে টানা পঞ্চম শিরোপার পথে এগিয়ে গেল আরেকধাপ। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ১২ দিন আগের লিগে হারের বিষয়টি ভালো করেই মাথায় ছিল পিএসজির কোচ উনাই আমরির। তারপরও পিএসজির স্প্যানিশ কোচ এই ম্যাচটিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে খেলাননি। ছুটি কাটিয়ে দেশ ব্রাজিল থেকে নেইমার গত সোমবারই প্যারিসে ফিরেছেন বটে। কিন্তু তার পরও তাকে বিশ্রামে রেখেই দল সাজান উনাই আমরি। তবে ২ ডিসেম্বরের হারের স্মৃতি টাটকা বলেই হয়তো নেইমার বাদে বাকি সব সিনিয়র খেলোয়াড়দেরই মাঠে ঠেলে দেন তিনি। প্রতিশোধের নেশায় পিএসজি শুরু থেকেই খেলতে থাকে মরিয়া হয়ে। স্ট্রাসবার্গের ঘরের মাঠে শুরু থেকেই উনাই আমরির শিষ্যরা গড়ে তুলে একের পর এক আক্রমণ। গল্পটা ভিন্নভাবে লিখতে পিএসজি ফলও পেয়ে যায় শুরুর দিকেই। ২৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ২-০ গোলে। স্ট্রাসবার্গের সর্বনাশের শুরুটা তাদের হাতেই। ম্যাচের ১২ মিনিটের সময় বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই ঢুকিয়ে দেন স্ট্রাসবার্গ ডিফেন্ডার ইওন সালমিয়ের। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। ৩৬ মিনিটে দারুণ এক গোল করে গ্রিম স্ট্রাসবার্গকে খেলায় ফেরান বটে। তবে ৬২ ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস এবং ৭৮ মিনিটে জার্মান মিডফিল্ডার জুলিয়েন ড্রক্সলারের গোলে পিএসজি এগিয়ে যায় ৪-১ গোলে। শেষ দিকে ব্লায়াচের গোল স্ট্রাসবার্গের হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App