ইউডার যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আগের সংবাদ

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি পুলিশের হামলায় আহত ৪০

পরের সংবাদ

হ্যারি-মেগানের বিয়ে ১৯ মে

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭ , ৯:২১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৭ , ৯:২১ অপরাহ্ণ

ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান ম্যারকেলের বিয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের (২০১৮ সাল) ১৯ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা।

কেনসিংটন প্যালেস শুক্রবার (১৫ ডিসেম্বর) এ রাজকীয় বিয়ের ঘোষণা দিয়েছে।

গত মাসে তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হ্যারি-মেগান। ওই সময় তারা জানিয়েছিলেন, উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাদের বিয়ে হবে। তবে বিয়ের তারিখ তখনো জানানো হয়নি। অবশেষে শুক্রবার বিয়ের সেই দিন-ক্ষণের ঘোষণা এল।

হ্যারি ও মেগানের প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। ২০১৬ সাল থেকে তাদের এই প্রেমের সম্পর্কের শুরু।

গত মাসে হ্যারি-মেগানের বাগদানের ঘোষণার পর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস এক বিবৃতিতে বলেছিলেন, তিনি তার সন্তানের বিয়ের খবর সবাইকে জানাতে পেরে আনন্দিত। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা প্রাথমিকভাবে বাগদানের বিষয়টি জানতেন। লন্ডনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। তখনই বিয়ের তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়