×

খেলা

নতুন আমেজে চারদিনের টেস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৮ পিএম

পাঁচ দিনের রস-কষহীন টেস্ট ক্রিকেটের বদলে নতুন আমেজ দিতে চলেছে চারদিনের টেস্ট। অনেকটা পরীক্ষামূলকভাবেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের মধ্যে চারদিনের টেস্ট। আসন্ন এই টেস্টে প্রতি দিন গড়ে ৯৮ ওভারের মত খেলা হওয়ার কথা। এমনিতে পাঁচদিনের টেস্টে দিনে ৯০ ওভার খেলা হয়। ফলোঅনের নিয়মেও পরিবর্তন আনছে চারদিনের টেস্ট। পাঁচদিনের টেস্টে ২০০ রান এগিয়ে থাকলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারে দল। চারদিনের টেস্টে সেটা ১৫০ রান হলেই হবে। ফলোঅন করাতে পারবে এগিয়ে থাকা দল। প্রতি সেশন হবে কমপক্ষে দুই ঘন্টার। সর্বোচ্চ আড়াই ঘন্টা। পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্টটি স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা, শেষ হবে রাত নয়টায়। নির্ধারিত ৯৮ ওভার শেষ করতে ফিল্ডিং দলকে অতিরিক্ত ৩০ মিনিট দেয়ার নিয়ম রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App