×

খেলা

চার দিনের টেস্টে প্রতিদিন ৯৮ ওভার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫ পিএম

ইতিহাসের প্রথম চার দিনের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে, এটা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল ম্যাচের নিয়মগুলোও। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, চার দিনের টেস্টে প্রতিদিন খেলা হবে ৯৮ ওভার, যা পাঁচ দিনের টেস্টের চেয়ে প্রতিদিন ৮ ওভার বেশি। চার দিনে মোট খেলা হবে ৩৯২ ওভার, যা পাঁচ দিনের টেস্টের চেয়ে ৫৮ ওভার কম। প্রতিদিন খেলা হবে সাড়ে ৬ ঘণ্টা। পাঁচ দিনের টেস্টে প্রতিদিন খেলা হয় ৬ ঘণ্টা। প্রতি সেশন হতে পারবে কমপক্ষে ২ ঘণ্টা, আর সর্বোচ্চ আড়াই ২ ঘণ্টা। দিনের প্রথম দুই সেশনে খেলা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট করে, শেষ সেশন ২ ঘণ্টার। ফলোঅনের নিয়মেও এসেছে পরিবর্তন। পাঁচ দিনের টেস্টে ফলোঅনের হিসাব হয় ২০০ রানে, চার দিনের টেস্টে তা হবে ১৫০ রানে। ঘরোয়া ও চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট এই নিয়মে হয়। অন্য সব নিয়ম পাঁচ দিনের টেস্টের মতোই থাকবে। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের চার দিনের টেস্ট ম্যাচটা দিবারাত্রির, খেলা হবে গোলাপি বলে। ফলে চা বিরতি হবে ২০ মিনিটের, ডিনার বিরতি ৪০ মিনিটের। আগামী ২৬ ডিসেম্বর চার দিনের দিবারাত্রির টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App