×

বিনোদন

শুভ জন্মদিন ন্যান্সি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:০৬ পিএম

এই সময়ের একজন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ২০০৬ সালে রিয়াজ-পূর্ণিমা জুটির ‘হৃদয়ের কথা’ ছবিতে গান গেয়ে তার সঙ্গীত জীবন শুরু হয়। ২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’। ২০১১ সালে ‘প্রজাপতি’ ছবির গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেন। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাত বার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের সংগীত জগতের হালের এই জনপ্রিয় শিল্পী ন্যান্সির আজ জন্মদিন। ১৯৮৭ সালের ১৩ ডিসেম্বর তিনি নেত্রকোনা জেলার সাতপাইতে জন্মগ্রহণ করেন। সেই হিসাব মতে, জীবনের ৩০টি বসন্ত পার করে আজ ৩১ বছরে পা দিলেন সুরেলা কণ্ঠের এ শিল্পী। শুভ জন্মদিন ন্যান্সি। ন্যান্সির চলচ্চিত্রে অভিষেক ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় ন্যান্সির। পরের বছর ২০০৮ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি। এই বছর ‘আমার আছে জল’ এবং ‘চন্দ্রগ্রহণ’ ছবির গানেও কণ্ঠ দেন। এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে হাবিব ওয়াহিদের সঙ্গীত পরিচালনায় তার সাথে দ্বৈত ‘দ্বিধা’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। এই গানের জন্য তিনি প্রথমবারের মত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এ তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার লাভ করেন। ২০১০ সালে হাবিবের সঙ্গীত পরিচালনায় ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে ‘এতো দিন কোথায় ছিলে’ এবং ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে ‘বুকের ভিতর’ গানে কণ্ঠ দেন। এছাড়া তার রয়েছে বেশ কয়েক একক ও দ্বৈত অ্যালবাম। ন্যান্সির পারিবারিক ও ব্যক্তিগত জীবন ২০০৬ সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। কিন্তু ২০১২ সালের ২৪ মে আনুষ্ঠানিকভাবে ছয় বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। পরবর্তীতে তিনি ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন। পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত। ন্যান্সির রাজনৈতিক জীবন সংগীতের পাশাপাশি বাংলাদেশের রাজনীতির সঙ্গেও জড়িত ন্যান্সি। ২০১৪ সালের ১১ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতিত্ব গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App