×

খেলা

রোহিতের ডাবলে সমতায় ভারত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৪ পিএম

রোহিত শর্মার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পর পরই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। মোহালিতে ওয়ানডেতে সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। সেখানে আজ শ্রীলঙ্কার সামনে ছিল ৩৯৩ রানের বিশাল লক্ষ্য। লঙ্কানরা যেতে পারেনি ধারেকাছেও! ৮ উইকেট হারিয়ে করেছে ২৫১ রান। দ্বিতীয় ওয়ানডেতে ১৪১ রানের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। পাহাড়সম লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা যে আড়াইশ রান করতে পেরেছে, তার পুরো কৃতিত্ব অ্যাঞ্জেলো ম্যাথুসের। প্রাক্তন লঙ্কান অধিনায়ক ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে লড়েছেন, তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১১ রানে। ম্যাথুসের দুটি সেঞ্চুরিই হলো ভারতের বিপক্ষে। এর আগে ২০১৪ সালে রাঁচিতে খেলেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৩৯ রানের অপরাজিত ইনিংস। লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ৩০ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার উপুল থারাঙ্গা (৭) ও দানুস্কা গুনাথিলাকা (১৬)। তিনে নামা লাহিরু থিরিমান্নে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি (৩৫ বলে ২১)। উইকেটকিপার নিরোশান ডিকভেলা (২২) ফেরার সময় শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১১৫। একটা পর্যায়ে ১৮০ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আকিলা ধনঞ্জয়া দলের ২০৭ রানে যখন অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফিরলেন, তখনো ইনিংসের বাকি ৯ ওভার। আর ম্যাথুস অপরাজিত ৮১ রানে। সেখান থেকে নবম উইকেটে সুরঙ্গা লাকমালের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে শ্রীলঙ্কার অলআউট হওয়া ঠেকান ম্যাথুস। পাশাপাশি তুলে নেন নিজের সেঞ্চুরিটাও। ১৩২ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১১১ রানে অপরাজিত ছিলেন ম্যাথুস। ১১ রানে অপরাজিত থাকেন লাকমাল। ১০ ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার যুজবেন্দ্র চাহাল। ৪৩ রানে ২ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৬৫ রান দিয়ে নেন এক উইকেট। হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারও পেয়েছেন একটি করে উইকেট। এর ভারতের ইনিংসটা ছিল রোহিতময়। রোহিতের ডাবল সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯২ রান তোলে ভারত। রোহিত একাই করেছেন ২০৮! রোহিতের এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি। একের অধিক ডাবল সেঞ্চুরি নেই আর কারও! সব খেলোয়াড়ের সম্মিলিত ডাবল ৪টি। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, মার্টিন গাপটিল ও ক্রিস গেইলের একটি করে। অধিনায়ক হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিটা অবশ্য রোহিতেরই। প্রথম ম্যাচের মতো এদিনও টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। মোহালিতে শেষ চার ওয়ানডে ম্যাচই জিতেছে রান তাড়া করা দল। এই পরিসংখ্যানও হয়তো পেরেরাকে আগে বোলিং নিতে অনুপ্রাণিত করেছিল। তবে আগের ম্যাচে ভারতকে ১১২ রানে গুটিয়ে দিলেও আজ শ্রীলঙ্কার বোলাররা পাত্তাই পাননি। ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত ও শিখর ধাওয়ান। দুজন গড়েন ১১৫ রানের উদ্বোধনী জুটি। এ বছর ওয়ানডেতে এটি ভারতের নবম শতরানের উদ্বোধনী জুটি। ভারতীয় ওপেনাররা ১০টি পঞ্চাশ-প্লাস জুটির ৯টিকেই সেঞ্চুরিতে রূপান্তর করেছেন। যে কীর্তি অন্য কোনো দলের তিনটির বেশি নেই! ধাওয়ান ৬৭ বলে ৬৮ করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে আইয়ারকে সঙ্গে নিয়ে রোহিত গড়েন ২১৩ রানের বিশাল জুটি। এ জুটির গড়ার পথেই রোহিত ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নেন ১১৫ বলে। সেঞ্চুরির সুযোগ ছিল আইয়ারের সামনেও। তবে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে পেরেরার বলে তিনি ক্যাচ দিয়ে ফেরেন। ৭০ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮৮ রানের ইনিংসটি সাজান আইয়ার। রোহিতের ডাবল সেঞ্চুরি এসেছে ইনিংসের শেষ ওভারে। ওভারের প্রথম বলে পেরেরাকে ছক্কা হাঁকিয়ে রোহিত ১৯১ থেকে পৌঁছে যান ১৯৭-এ। পরের বলে দুই রান নিয়ে ১৯৯-এ। তৃতীয় বলে আবার দুই রান নিয়ে পূর্ণ করেন ডাবল। প্রথম সেঞ্চুরি করতে রোহিত খেলেছিলেন ১১৫ বল, পরের একশ এসেছে মাত্র ৩৬ বলে! শেষ পর্যন্ত ১৫৩ বলে ১২ ছক্কা ও ১৩ চারে ২০৮ রানে অপরাজিত ছিলেন রোহিত। শেষ বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া করেন ৮ রান। এর আগে মহেন্দ্র সিং ধোনি আউট হন ৭ বলে ৫ রান করে। শেষ ১০ ওভারে ভারত তুলেছে ১৪৭ রান! ৮০ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার পেরেরা। নুয়ান প্রদীপ ১০ ওভারে দিয়েছেন ১০৬ রান! যেটি ওয়ানডেতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। তার চেয়ে বেশি রান দিয়েছেন কেবল মাইক লেউইস (১১৩) ও ওয়াহাব রিয়াজ (১১০)। প্রদীপের সমান ১০৬ রান দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। রোহিত প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ২০১৩ সালে, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ২০৯। পরের বছর কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ২৬৪ রানের অতিমানবীয় ইনিংস। যেটি এখনো ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। প্রথম ওয়ানডেতে রোহিত রান পাননি। তার দল হারে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত। তার দলও পেল দারুণ জয়। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। আগামী রোববার বিশাখাপত্তমে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App