×

খেলা

বিশ্বকাপ শিরোপার জন্য জার্মান খেলোয়াড়দের বোনাস বৃদ্ধি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ০৭:৩৮ পিএম

বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারলে বোনাস হিসেবে ৩ লাখ ৫০ হাজার ইউরো করে পাবে জার্মান ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়। জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) বুধবার এই ঘোষণা দিয়েছে।

এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ের কারণে কোচ জোয়াচিম লো ও তার স্কোয়াডের প্রত্যেক সদস্য তিনলাখ ইউরো করে বোনাস পেয়েছিল। তবে পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য বোনাসের পরিমাণ বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছে জার্মান ফুটবলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপে তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ২০১৮ সালের ১৭ জুন। মস্কোতে অনুষ্ঠিতব্য এফ গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। গ্রুপের বাকি দল দুটি হচ্ছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

ডিএফবির সভাপতি রেইনার্ড গ্রিনডেল বলেন, ‘আমাদের খেলোয়াড়দের জন্য জার্মানির ফুটবল ইতিহাসে প্রথমবারের মত পরপর বিশ্বকাপ শিরোপা জয়ের ঐতিহাসিক হাতছানিটিই হচ্ছে একটি বড় অনুপ্রেরণা। অমরত্ব ও স্মরণীয় হয়ে থাকার জন্যই তারা প্রচেষ্টা চালাবে। এটি নিশ্চিত করার জন্যই এই আর্থিক বোনাস। বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App