×

ফিচার

জুটি হতে বাধা নেই

Icon

মেলা প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ০১:৪৭ পিএম

তারা কেউ একে অন্যের বিপরীতে অভিনয় করেননি। তাই বলে কখনো একসঙ্গে কাজ করবেন না এমন কথা নেই। বরং আমাদের প্রস্তাবিত জুটিগুলো চলচ্চিত্রের একঘেয়ে চেহারায় বৈচিত্র্য আনতে পারে। নিচের রচনায় দেখে নিন ঢালিউডের ১০ তরতাজা জুটি। লিখেছেন স্বাক্ষর শওকত
বাপ্পি-পূর্ণিমা বাপ্পি চৌধুরী চলচ্চিত্রে এসেছেন খুব বেশিদিন হয়নি। মাত্র পাঁচ বছর। পূর্ণিমার হয়ে গেছে দুই দশক। কিন্তু রূপে-গুণে-অভিনয়ে পূর্ণিমা এখনো নির্মাতাদের চাহিদা ধরে রেখেছেন। তাই তরুণ নায়ক বাপ্পির সঙ্গে পূর্ণিমা একটি ছবি করতেই পারেন। এই দুজনকে মানিয়েও যাবে। দেখার পালা কোনো নির্মাতা তাদের জুটিবদ্ধ করতে এগিয়ে আসেন কিনা! শাকিব-ফারিয়া শাকিব খানের নায়িকা তালিকা বিশাল। দেশের নায়িকারা তো আছেনই, ওপারের নায়িকারাও বাদ নেই। অথচ ওপারে পাড়ি দেয়া নুসরাত ফারিয়া নেই এই তালিকার মধ্যে। নায়িকাদের মধ্যে ফারিয়া নবীন। খুব বেশি ছবি এখনো করেননি। আর কিং খান দেশে-বিদেশে ব্যস্ত। শাকিব-ফারিয়াকে জুটিবদ্ধ করে একটি গ্ল্যামারার্স ছবি হতেই পারে। জায়েদ-অপু বছর কয়েক আগেই জায়েদ-অপু জুটির কথা উঠেছিল। তখন শাকিব ছাড়া কারো সঙ্গে অভিনয় করতেন না অপু। নাকচ হয়ে গিয়েছিল জায়েদ-অপু জুটি। অপু আবারো অন্য নায়কদের সঙ্গে ছবি করছেন। মান্না, মারুফ, সম্রাট, ইমন, রিয়াজসহ অন্যান্য নায়কের সঙ্গে অতীতে ছবি করেছেন অপু। তার সমসাময়িক জায়েদ। দুজন মিলে একটি ছবি করতেই পারেন। সাইমন-আঁচল সমসাময়িক শিল্পী সাইমন ও আঁচল। ‘বেইলি রোডে’ আসেন আঁচল। সাইমন আসেন ‘জ্বী হুজুরে’। এই দুজনকে এক করে ‘মন জ্বলে’ নামের ছবিটি নির্মিত হয়নি। উদ্যোগেই হারিয়ে গেছে প্রজেক্টটি। এবার এই দুজনকে নিয়ে একটি ছবি হতেই পারে। দুজনের অভিনীত ছবিগুলোর সাফল্য গড়পড়তা। দুজনকে নিয়ে আহামরি সফল ছবি না হলেও বৈচিত্র্যের আশায় কাজ হতেই পারে। জায়েদ-পূর্ণিমা পূর্ণিমা চলচ্চিত্রে এসেছেন ১৯৯৮ সালে। জায়েদ খান এসেছেন ২০০৪ সালে। জুনিয়র হলেও জায়েদ সিনিয়র নায়িকাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য। শাবনূর, পপির সঙ্গে কাজ করেছেন। যদিও পপির বিপরীতে জায়েদের ছবিটি মুক্তি পায়নি। জায়েদের সঙ্গে জুটি হতে পারে পূর্ণিমার। পূর্ণিমা চলচ্চিত্রে ফিরে এলে তার সঙ্গে জায়েদের একটি ছবি কোনো অসম্ভব চাওয়া নয়। বাপ্পি-অপু বাপ্পির সঙ্গে অপু টেলিভিশনে এক টেবিলে বসে সাক্ষাৎকার দিয়েছেন। অংশ নিয়েছেন পত্রিকার ফটোশুটেও। ‘কাঙাল’ নামে একটি ছবিতে দুজনের জুটিবদ্ধ হয়ে অভিনয় করারও কথা ছিল। শেষ পর্যন্ত ছবিটিতে তারা একসঙ্গে কাজ না করলেও, অন্য কোনো ছবিতে তাদের জুটির আবেদন মোটেও ফুরিয়ে যায়নি। জুটি সংকটে তারা ভূমিকা রাখতে পারেন বৈকি। জায়েদ-মাহি জায়েদ এখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। অভিনয়ের পাশাপাশি ব্যস্ত সংগঠনে। মাহিয়া সামলাচ্ছেন অভিনয় ও সংসার দুটোই। এই দুই পারফর্মার বাঁধতে পারেন নতুন একটি জুটি। মাহি অনেকের সঙ্গে কাজ করেছেন দেশে-বিদেশে। তার নায়ক তালিকায় নতুন সংযোজন হতে পারেন জায়েদ। যদিও একটি ছবিতে দুজনের কাজ করার কথা উঠেছিল একবার। বাপ্পি-ফারিয়া খুব অল্প সময়ে বাপ্পি তার ঝুলিতে অনেক নায়িকা পুরেছেন। এই তালিকায় বাকি আছেন নুসরাত ফারিয়া। একই হাউস থেকে ব্রেক পেয়েছেন দুজন। সেই সুবাদেও দুজন একটি ছবিতে কাজ করতে পারেন। ফারিয়া অবশ্য এখন অবধি দেশে আরিফিন শুভ ছাড়া কারো সঙ্গে কাজ করেননি। শুভর পর তার পছন্দ হতেই পারেন বাপ্পি। শুভ-ববি আরিফিন শুভ অনেক নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন। তবে তার তালিকায় নেই ববি। ববির নায়ক তালিকাও ছোট নয়। সেই তালিকায় নেই শুভ। এই দুই দীর্ঘদেহীকে নিয়ে কোনো নির্মাতা এগিয়ে এলে অবাক হওয়ার কিছু নেই। শুভ-ববি দুজনেরই চলচ্চিত্রে আগমনের বয়স কাছকাছি। সেদিক থেকেও তাদের জুটিবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। ফেরদৌস-মাহি অনেকেই ভাবতে পারেন কেন এই পুরনো জুটির প্রস্তাব। কারণ এই দুজন একসঙ্গে মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করছেন। কিন্তু দর্শকরা জানেন, ছবিতে মাহির নায়ক ছিলেন মূলত রিয়াজ। ফেরদৌস একটি অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। তাই ফেরদৌস-মাহি জুটিবদ্ধ হলে কেমন লাগে তার প্রকৃত স্বাদ দর্শকদের অজানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App