×

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ৩৯

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ০৯:০৭ পিএম

ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের শিবিরে এক পুলিশ শিবিরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ শিবিরের ভেতর থাকা কারাগারের বন্দী বলে জানা গেছে।

হামলায় আরো ৯০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে হত্যার পরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সানার পূর্বাঞ্চলে অবস্থিত শিবিরটিতে অবস্থিত কারাগারে ১৮০ জন কারাবন্দী ছিল বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ৩৫টি দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হিসাব এখনো পাওয়া যায়নি।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, ২০১৫ সালে ইয়েমেন সংকটে মার্কিন নেতৃত্বাধীন জোট যোগ দেয়ার পরে ৮ হাজার ৬শ৭০ জন মারা গেছে। লড়াই ও অবরোধের কারণে ২ কোটি ৭০ লাখ মানুষ মানবিক সাহায্যের জন্য ধুঁকছে। রয়টার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App