×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিতরও চলবে ‘গ্রুপবাজি’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৭, ১১:১৯ এএম

হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। একটি নয়, একাধিক! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এমনটাই। এই অ্যাপে জনপ্রিয় নতুন ফিচার যোগ হতে চলেছে। হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপের মধ্যে যখন কথা হয়, তখন পুরো চ্যাটটাই সকলে পড়তে পারে। কিন্তু এবার সেই নিয়ম বদলাচ্ছে। এবার থেকে গ্রুপের মধ্যেই আলাদা করে কথা বলতে পারবেন কোনো একজনের সঙ্গে। সেজন্য থাকবে ‘রিপ্লাই প্রাইভেটলি’-তে ক্লিক করলেই হবে। গ্রুপের মধ্যেই চলবে একেবারে ওয়ান টু ওয়ান কথোপকথন। থাকবে পিপ (পিকচার ইন পিকচার) মোড। এতে ভিডিও কল চলাকালীনও ক্লিক করলে অন্য উইন্ডো খুলে ফেলা যাবে। আর সেই উইন্ডোর মাধ্যমে অন্য কাজ করা যাবে। আইওএস ব্যবহারকারীরা সম্ভবত পেতে চলেছেন গ্রুপ কলের সুবিধা। কাউকে ‘আনব্লক’ করতে চাইলে কেবল তার নামের উপরে ট্যাপ করতে হবে। তা হলেই কাজ হাসিল। গ্রুপের অ্যাডমিনদের জন্য আসতে চলেছে নতুন সেকশন। সেন্ড মেসেজ ও এডিট গ্রুপ ইনফো। তবে ওই প্রতিবেদনের ঘোষণা অনুযায়ী এই নতুন ফিচারগুলি পাওয়া যাবে কেবল হোয়াটসঅ্যাপ ওয়েবে। তবে ঠিক কবে থেকে এই নতুন ফিচারগুলি পাওয়া যাবে, তা নিশ্চিত করে জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App