×

অর্থনীতি

মেঘনা সিমেন্টের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৭, ০১:১৪ পিএম

প্রতিযোগিতামূলক বাজারে সাফল্যের ধারা অব্যাহত রেখে দুই যুগ পেরিয়ে প্রাইভেট খাতে প্রথম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট। প্রতি বছরের মতো ২০১৭ সালেও প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দিয়েছে। বছরটিতে মেঘনা সিমেন্ট শেয়ারহোল্ডাররা ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) প্রতিষ্ঠানটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক বিবরণী, আর্থিক হিসাব ও পরিচালকদের প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়েছে। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতি ও তাদের মতামতের ভিত্তিতে এজিএম অনুষ্ঠিত হয়। মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এ আর রশিদীর সভাপতিত্বে এতে কোম্পানির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিরপেক্ষ পরিচালক খাজা আহমেদুর রহমান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব। এছাড়া আরো উপস্থিত ছিলেন- উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব-উজ-জামান, তৌহিদুল ইসলাম, কোম্পানি সচিব এম নাসিমুল হাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমপ্ল্যায়েন্স নিরীক্ষকরা। সভাপতির বক্তব্যে এ আর রশিদী বলেন, সব শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতায় প্রাইভেট খাতে দেশের প্রথম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট আজ দুই যুগ পেরিয়ে নতুন যুগে প্রবেশ করেছে। নানা প্রতিকূলতার সত্ত্বেও প্রতিষ্ঠানটি লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে। দিনকে দিন মানসম্পন্ন সিমেন্টের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আগামীতে উৎপাদন দ্বিগুণ করার প্রত্যয় ব্যক্ত করেন পরিচালক। উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে মেঘনা সিমেন্ট কোম্পানি ডেনমার্ক এর এফএল স্মিথ নামক কোম্পানির সঙ্গে ভার্টিকেল রোলার মিল মেশিনারিজ আমদানি ও চুক্তি স্বাক্ষর করেছে। ভার্টিকেল রোলার মিল মেশিনারিজ স্থাপন শেষ হলে উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টনে দাঁড়াবে। ভার্টিকেল রোলার মেশিনারিজ আমদানিতে প্রায় ২৪৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় হবে। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের মাঝামাঝি এ নতুন যন্ত্রটি চালু করা সম্ভব হবে বলে মনে করছেন মেঘনা সিমেন্টের পরিচালনা বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App