×

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৭, ১১:০১ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে। এ বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, প্রাকৃতিক সমস্যায় ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার মধ্য রাত থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে ভোর সোয়া ৪টার দিকে নৌরুটের মার্কিং (বিকন বাতি) অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহলআমীন, কে-টাইপ ফেরি কুমারী, ঢাকা ও ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে গিয়ে দিক হারিয়ে মাঝ নদীতে নোঙ্গর করে থাকতে বাধ্য হয়। টানা তিন ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব অনেকটা কমে এলে সকাল ৭টার পর পুনরায় ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়। এ সময় নদী পাড়ের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে পড়ে কয়েক শ বিভিন্ন যানবাহন। আটকে পড়া যানবাহনের যাত্রীরা দুর্ভোগের শিকার হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App