৬ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল ইরান

আগের সংবাদ

ব্যালকনিতে মডেলের মরদেহ

পরের সংবাদ

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭ , ১০:৫০ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১২, ২০১৭ , ১০:৫০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় ঘন কুয়াশার কারণে ৬টি ফেরি আটকে আছে। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় শিমুলিয়া ঘাটে বর্তমানে ৩ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

মঙ্গলবার গভীর রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল সচল হয়নি।

বিআইডব্লিউটিসির’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশার কারণে ফেরিগুলো চলাচল করতে না পারায় মাঝ পদ্মায় নোঙর করে রাখতে হয়েছে। বর্তমানে কুয়াশার কারণে ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যাচ্ছে না। তবে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো পুণরায় চলাচলের উপযোগী হবে বলে তিনি জানান ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়