গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় পলিব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামক একটি কারখানায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
কারখানার এইচ আর কমপ্লাইন্স ম্যানেজার মো. এনামুল হক হাওলাদার জানান, কারখানার একতলা শেড ভবনে হিটিং মেশিনের পাওয়ার কন্ট্রলার ডিভাইজ থেকে আগুন লাগে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে পুড়ে কারখানার মেটাল বাটন, জিপার ও ক্যামিকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।