×

আন্তর্জাতিক

২৪টি টাইফুন যুদ্ধবিমান কিনছে কাতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ১১:১২ এএম

যুক্তরাজ্যের কাছ থেকে ২৪ টি টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে কাতার। ছয় বিলিয়ন পাউন্ডে এ বিমানগুলো বিক্রি । আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন দেখা দেয়ার পর থেকে এটি দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি কাতারের। এ বিষয়ে বিস্তারিত তথ্যে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে কাতারের প্রতিরক্ষা প্রধান খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়াহ এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন এই যুদ্ধবিমান বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ফ্যালন বলেছেন, " যুক্তরাজ্যের অন্যতম কৌশলগত অংশীদারের সঙ্গে এটাই প্রথম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি। এটা আমাদের প্রতিরক্ষা সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূহুর্ত। এটি আমাদের সম্পর্ককে আরো মজবুত করবে। " ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্রিটিশ প্রতিরক্ষা দল বিএই সিস্টেম, ফ্রান্সের এয়ারবাস এবং ইতালির ফিনমেক্কানিকার যৌথ প্রকল্প। এ আগে চুক্তির কথা জানা গেলেও এর অর্থমূল্যের কথা প্রকাশ করা হয়নি। এবার তা প্রকাশিত হলো। এতে করে যুক্তরাজ্যের বিমান নির্মাণ শিল্প নতুন করে গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App