×

আন্তর্জাতিক

মোদিকে ক্ষমা চাইতে বললেন মনমোহন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৮ পিএম

রাজনৈতিক সুবিধা পেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে মিথ্যে কথা বলছেন, তাতে ব্যথিত হয়েছি। এই মন্তব্যের জন্য তার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এমনই মন্তব্য করেছেন।

অতৃপ্ত ইচ্ছা পূরণের জন্য সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানের মতো সাংবিধানিক পদকে কলঙ্কিত করার খেলায় মোদি মেতে উঠেছেন বলে জানিয়েছেন মনমোহন।

দ্ব্যর্থহীন ভাষায় মনমোহন জানিয়েছেন, ‘‌মোদি যেমনটি বলছেন, মণিশংকরের বাড়িতে নৈশ্যভোজে গুজরাট নির্বাচন নিয়ে কিন্তু কিছু আলোচনা করিনি। সেখানে কেউই বিষয়টি তোলেনি। কেবল ভারত–পাকিস্তানের সম্পর্কের উন্নতি কিভাবে করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। খ্যাতনামা সাংবাদিক, আমলারা উপস্থিত ছিলেন। তাদের কারও বিরুদ্ধে দেশবিরোধী অভিযোগ তোলার কোনও জায়গা নেই।’‌

শুধু তার কাছেই নয়, প্রধানমন্ত্রীর পদকে কলঙ্কিত করার জন্য ভারতের কাছে ক্ষমা চাওয়া উচিত মোদির বলে মনে করেন মনমোহন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App