×

অর্থনীতি

ইসলামিক পুনঃঅর্থায়ন তহবিল বিনিয়োগের সময় বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ০১:৩১ পিএম

ইসলামিক পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালা সং‌শোধন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পুনঃঅর্থায়নের তহ‌বিল আগের চেয়ে আ‌রও বেশি সময় বিনিয়োগ করতে পারবে। নীতিমালা সং‌শোধন করে রোববার (১০ ডি‌সেম্বর) এ বিষয়ে এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, এখন থেকে ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ তহবিলে এক বছর মেয়াদি নবায়নযোগ্য বিনিয়োগ করতে পারবে, যা আগে ছিল তিন মাস। একইভাবে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র উদ্যোক্তা খাত, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগে এক বছর মেয়াদি পুনঃঅর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক। এ অর্থায়নের মেয়াদও আগে তিন মাস ছিল। এখন পুনঃঅর্থায়নের অর্থ পরিশোধেও ব্যাংকগুলো তিন মাসের পরিবর্তে এক বছর সময় পাবে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেই মোট আমানতের বিপরীতে বাংলাদেশ ব্যাংকে বিধিবদ্ধ জমা রাখতে হয়। প্রচলিত ব্যাংকগুলোকে এসএলআর ও সিআরআর বাবদ মোট আমানতের ১৯ শতাংশ অর্থ রাখতে হয়। কিন্তু ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিআরআর হিসেবে ১৩ শতাংশ নগদ অর্থ জমা রাখতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App