×

জাতীয়

আবুল খায়ের গ্রুপের চার পরিচালককে দুদকে তলব

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৭ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অসৎ কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আবুল খায়ের গ্রুপের চার পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ ও ২৪ ডিসেম্বর তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) দুদক থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়। দুদকের পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন এ নোটিশ পাঠান বলে সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে। আবুল খায়ের গ্রুপের পরিচালক আবুল কাশেম ও আবুল হাশেমকে ২১ ডিসেম্বর সকাল ৯টায় এবং অপর দুই পরিচালক মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ রফিকুল ইসলামকে আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টায় দুদকে হাজির হতে বলা হয়েছে। সূত্র জানায়, এনবিআর অসৎ কর্মকর্তাদের যোগসাজশে কোটি টাকার রাজস্ব ফাঁকি, ব্যাংকের টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আবুল খায়ের গ্রুপের চার মালিকের বিরুদ্ধে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নোটিশ পাঠায় দুদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App