×

জাতীয়

রাজশাহীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১০:৩৭ এএম

জেলার গোদাগাড়ী দিয়াড়মানিকচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, চর ভুবনপাড়া (ট্যাকপাড়া) এলাকার জালালের ছেলে আবু (৪২) ও একই এলাকার আলাউদ্দিনের ছেলে মিছু (৩০)। ঘটনাস্থলে বর্তমানে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ সাজ্জাদ ও ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার অবস্থান করছেন। বিজিবির এক কর্মকর্তা জানান, নিহত আবু ও মিছু রাতে সহযোগীদের নিয়ে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের সঙ্গে দেশীয় ধারালো অস্ত্র ছিল। বিষয়টি বাংলাদেশের দিয়াড়মানিকচকের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে আসে। এ সময় বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। গুলিতে ঘটনাস্থলেই আবু ও মিছু নিহত হয়। নিহত মিছুর লাশ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসেন। তবে আবুর লাশ নিয়ে গেছে বিএসএফ। এই ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আবুর লাশ ফেরত আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App