×

অর্থনীতি

বীমা মেলা শুরু ২২ ডিসেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ০৪:০৭ পিএম

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বীমা মেলা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে ২২ ডিসেম্বর সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। মেলা উদ্বোধনের আগে ২২ ডিসেম্বর সকাল ৯টায় সিলেট কোর্ট এলাকা থেকে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। পরে বিভিন্ন কোম্পানির বীমা দাবির চেক বিতরণ করা হবে। ২৩ ডিসেম্বরের অনুষ্ঠান হবে জেলা পরিষদের কনফারেন্স রুমে। সকাল ১০টায় শুরু হওয়া এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন। আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাসের সভাপতিত্বে এতে নন-লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রূপালী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পি কে রায়। আর লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম। নন-লাইফের ওপর আলোচক হিসেবে থাকবেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং লাইফ বীমার ওপর আলোচক হিসেবে থাকবেন সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আহসানুল ইসলাম টিটু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App